কোভিড মহামারীর সঙ্গে লড়তে থাকা হংকংয়ের শবাগারগুলোতে মৃতদেহ উপচে পড়ায় বৈশ্বিক অর্থনৈতিক হাব বলে খ্যাত শহরটির বিভিন্ন কর্তৃপক্ষকে মর্গের জায়গা বাড়ানো নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
চীন নিয়ন্ত্রিত শহরটিতে এখন ঐতিহ্যবাহী কাঠের কফিনও ফুরিয়ে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“এত লাশ একসঙ্গে জমে থাকতে কখনো দেখিনি আমি,” বলেছেন অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক লোক চুং।
৩৭ বছর বয়সী চুংকে এখন দিন-রাত কাজ করতে হচ্ছে; মার্চেই তাকে ৪০টির মতো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে হয়েছে। অথচ আগে মাসে গড়ে ১৫টির মতো আয়োজন করা লাগতো।